ইসলামের কালেমা সমূহ- কালেমায়ে তওহীদ
চতুর্থ কালেমা
হচ্ছে
কালেমায়ে তাওহীদ এর
অর্থ
হল
একত্ববাদ বাক্য।
আরবি
لا
الهَ اِلَّا اللّهُ وَحْدَهُ لا شَرِيْكَ لَهْ، لَهُ الْمُلْكُ وَ لَهُ الْحَمْدُ
يُحْى وَ يُمِيْتُ وَ هُوَحَىُّ لَّا يَمُوْتُ اَبَدًا اَبَدًا ط ذُو الْجَلَالِ
وَ الْاِكْرَامِ ط بِيَدِهِ الْخَيْرُ ط وَهُوَ عَلى كُلِّ شَئ ٍ قَدِيْرٌ
প্রতিবর্ণীকরণ
/ বাংলা উচ্চারণ
লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা
শারিকা
লাহু,
লাহুল
মুলকু
ওলাহুল
হামদু
উহয়ী
ওয়া
ইয়োমিতু ওয়া
হুয়া
হাইয়ুল লা
ইয়ামুতু আবাদান
আবাদা
জুল
জালালি
ওয়াল
ইকরাম
বি
ইয়াদিহিল খাইর
ওয়া
হুয়া
আলা
কুল্লি
শাইয়িন কাদির
ইংরেজী
অনুবাদ
(There
is) none worthy of worship except God. He is only One. (There are) no partners
for Him. For He (is) the Kingdom. And for Him (is) the Praise. He gives life
and causes death. And He (is) Alive. He will not die, never, ever. Possessor of
Majesty and Reverence. In His hand (is) the goodness. And He (is) the goodness.
And He (is) on everything powerful.
বাংলা অনুবাদ
আল্লাহ ব্যতীত
কোন
উপাস্য
নেই,
তিনি
এক
ও
অদ্বিতীয়। তাঁর
কোন
অংশীদার নেই।
সকল
ক্ষমতা
এবং
প্রশংসা তাঁরই
জন্য।
তিনিন
জীবন
ও
মৃত্যুর মালিক।
তিনি
চিরঞ্জীব, তিনি
সকল
সম্মানের মালিক।
তাঁর
হাতেই
সকল
মঙ্গল
এবং
তিনি
সবকিছুর উপর
ক্ষমতা
রাখেন।