অনুবাদ করা কিছু মুল্যবান উপদেশ–

Islamic World ..........................


) সম্পদ আসে কচ্ছপের মত আর যায় হরিণের মত।
 
 ২) নির্বোধের কথার উত্তর না দেয়াই তার উত্তর।
 
) চরিত্রের কারণেই অনেক সম্মানিত ব্যক্তি সম্মান হারিয়েছে আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান।
 
) কোন ঘুমন্ত লোকের নিকট বসে থাকা আর কোন ঘুমন্ত লোকের পাশে না ঘুমানো ভদ্রতার ব্যপার।
 
) যে কাউকে বিশ্বাস করে না তাকে কেউ বিশ্বাস করে না।
 
) কোন মানুষকে সম্মান করা তার হৃদয়ের মনি কোঠায় প্রবেশের চাবির সমতুল্য।
 
) কোন জিনিসই অতিরিক্ত হওয়া ভাল নয়। দুটি জিনিস ছাড়াএক: জ্ঞান দুই: ভদ্রতা
 
) বিপদে হা হুতাশ করা আরেকটি বিপদ।
 
) জ্ঞানীর সম্পদ হল তার জ্ঞান আর মূর্খের সম্পদ হল তার অর্থ।
 
১০) যদি বাঘের দাঁত বের হয়ে থাকতে দেখ তবে মনে কর না যে,সে হাঁসছে।
 
১১)জ্ঞানী আগে চিন্তা করে পরে কথা বলে আর নির্বোধ আগে কথা বলে পরে চিন্তা করে।।
 
১২) যে অন্যের বিপদাপদ দেখে তার নিকট নিজের বিপদ তুচ্ছ হয়ে যায়।
 
১৩) যার গোপনীয়তা প্রকাশ পেয়ে যায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সংখ্যা বেড়ে যায়।
 
১৪) প্রকৃত বন্ধুরা তারকার মত তারকা সব সময় দেখা যায় না কিন্তু সেগুলো আকাশেই থাকে।
 
১৫) ঘোড়াকে জোর করে পানিতে টেনে নেয়া সম্ভব কিন্তু তাকে জোর করে পানি পান করানো সম্ভব নয়।
 
১৬) ঝাড়ুদারের পেশা হল আবর্জনা পরিস্কার করা আর যারা তাদেরকে ঘৃণা করে তাদের পেশা হল: নোংরা আবর্জনা সৃষ্টি করা।
 
১৭) ব্যর্থ মানুষেরা দু প্রকার এক প্রকার হল, যারা কাজের চিন্তা করেছে কিন্তু কাজ করে নি আরেক প্রকার হল, যারা কাজ করেছে কিন্তু চিন্তা করে তা করে নি|
 
18) অন্ধকারকে সারা জীবন গালাগালি না করে ছোট্ট একটি মোমবাতি জ্বালানো অনেক ভালো।
 
19) বড় বড় উপাধি নির্বোধদের প্রত্যাশার জিনিস পক্ষান্তরে মহান ব্যক্তিদের নাম ছাড়া অন্য কিছুই
দরকার নাই।
 
20) তোমার প্রকৃত বন্ধু সেই ব্যক্তি যে তোমার ভুলগুলোকে স্পষ্ট ভাষায় তোমাকে জানায়। সে ব্যক্তি নয় যে তোমাকে খুশি করতে তোমার ভুলগুলোকে সঠিক বলে তোমার সামনে তুলে ধরে।
 
21) মৃদু হাসি ভাষাহীন বক্তব্য।
 
22) সুন্দর কথা মানুষের হৃদয়ে পৌঁছার পাসপোর্ট।
 
23) অহংকার যখন বেড়ে যায় জীবনের আনন্দ তখন লোপ পায়।
 
24) তোমার শত্রুও যদি পরামর্শ চায় তবে তাকে ভালো পরামর্শ দাও। কারণ,তোমার পরামর্শে হয়ত সে তোমার বন্ধুতে পরিণত হবে।
 
25) ধৈর্য ধর। শক্ত হও। মনে রেখ, সময় সর্বদা এক অবস্থায় থাকে না।
 
26)শিশুকালে শিক্ষা দেয়া পাথরে খোদাই করার মত।
 
27)সবচেয়ে বড় মিথ্যুক সে ব্যক্তি যে নিজের সম্পর্কে বেশী বলে

আরও জানতে এথানে ক্লিক করুন।

Share this :

Previous
Next Post »