আল্লাহ বলেন, আমি মানুষের হেদায়েতের জন্য পথ নির্দেশনার বিস্তারিত বর্ণনাসহ সত্য মিথ্যার মাপকাঠি হিসাবে এই রমজান মাসেই কুরআন নাজিল করেছি। আল্লাহর রাসূল (সাঃ) বলেন, æরমজান মাসে যে একটি ভাল কাজ করবে সে যেন একটি ফরজ আদায়ের কাজ করল আর যে একটি ফরজ আদায় করল সে যেন ৭০টি ফরজ আদায় করল। এ মাস ধৈর্য্য ও সহানুভূতিশীল হওয়ার মাস।
রোজায় করণীয় :
১) রমজানের পবিত্রতা রক্ষা করা, পবিত্রতা রক্ষার জন্য অন্যকে উৎসাহিত করা।
২) ঈমানদারী ও আত্মসমালোচনার সাথে হিসাব করে করে রোজা রাখা।
৩) সকল ধরনের মিথ্যা, পাপ, দুর্নীতি ও অপকর্ম চিরতরে বর্জন করা।
৪) রোজা রমজানের শিক্ষা অনুযায়ী নিজের জীবন পরিবার ও সমাজ গঠনের চেষ্টা করা।
৫) কুরআন পড়া, বুঝা এবং কুরআনের শিক্ষা ও দাবি অনুযায়ী পরিবার এবং সমাজ গঠন করা।
৬) ধৈর্য্য ও ত্যাগের গুণ অর্জন করা।
৭) গরীব অসহায় মানুষের প্রতি সদয় হয়ে তাদের সাহায্য করা,
৮) আল্লাহর নবী (দঃ) রমজান মাসকে রহমত, মাগফিরাত ও মুক্তির মাস ঘোষণা করেছেন তাই সবার উচিত রহমত, মাগফিরাত ও মুক্তি লাভ করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করা।
৯) অতীতের সকল রকমের ভুল-ত্রুটির জন্য তাওবা করা ভবিষ্যতে ঐ ধরনের অন্যায়, ইসলাম, সমাজ, দেশ ও মানবতাবিরোধী কাজে লিপ্ত না হওয়ার কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা এবং তাওবা ও সিদ্ধান্তের উপর অটল থাকা।
রোজা রাখার নিয়মাবলী :
১) রোজার নিয়তে সুব্হে সাদেক হতে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খানা পানীয় ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে। সকল অন্যায় মিথ্যা ও পাপের কাজ থেকে বিরত থাকতে হবে।
২) রোজার নিয়ত : নাওয়াইতুআন আছুমা গাদাম মিন শাহরি রমজানাল মুবারাক, ফারদাল্্ লাকা ইয়া আল্লাহু! ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাছ ছামিয়ুল আলীম। অর্থাৎ হে আল্লাহ আমি তোমার জন্য ফরজ রোজা রাখার নিয়ত করলাম। তুমি আমার রোজা কবুল কর।-আমীন।
ইফতারের নিয়ত :
আল্লাহুম্মা ইন্নি লাকা ছুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিসমিল্লাহ অর্থাৎ হে আল্লাহ আমি তোমার জন্যই রোজা রেখেছিলাম তোমার দেয়া রিজিক দিয়েই ইফতার করছি বিসমিল্লাহ।
ইফতারের সময় দোয়া কবুলের সময়। ইফতারের একটু আগে বসে দরুদ পড়া ও দোয়া করা। অন্য রোজাদারকে ইফতার করালে রোজার ছাওয়াব পাওয়া যায়।
রোজার মাসায়েল :
১) রোজা রেখে ভুলে কিছু খেলে রোজা ভঙ্গ হয় না। যদি মনে হওয়ার সাথে সাথে খানা বন্ধ করে।
২) নির্ধারিত সময় অর্থাৎ সুব্হে সাদেক হওয়ার পরও খেতে থাকলে রোজা হবে না।
৩) রোজা রেখে তেল সাবান ও আতর ব্যবহার করা যায় তবে আগরবাহি, টুথপেস্ট ও দাঁতের মাজন ব্যবহার করা যাবে না।
৪) নির্ধারিত সময়ের আগে ইফতার করলে রোজা ভেঙে যাবে।
৫) অজু বা গোছলের সময় পানি খাওয়া গেলে রোজা ভেঙে যাবে। সারা দিন রোজাদারের মত থাকতে হবে।
৬) স্বপ্নদোষ হলে রোজা ভাঙে না তবে ইচ্ছা করে বীর্যপাত ঘটালে রোজা ভেঙে যাবে।
৭) ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙলে ১টি রোজার পরিবর্তে ৬০টি রোজা কাফফারা দিতে হবে। অনিচ্ছাকৃতভাবে রোজা ভাঙলে ১টি রোজার পরিবর্তে ১টি রোজা পরে কাজা আদায় করতে হবে।
রোজা রমজানের শিক্ষা :
ইসলামী জীবনের প্রায় সব এবাদত ও অনুষ্ঠানের একটা শিক্ষা থাকে তারই ধারাবাহিকতায় রোজা রমজানের শিক্ষা :
১. রমজানের ১ মাস যেভাবে আল্লাহকে ভয় করে তার এবাদত-বন্দেগী করে জীবন অতিবাহিত করেছি রমজানের পর সেভাবে বাকী ১১ মাস আল্লাহকে ভয় করে আল্লাহর দেয়া আদেশ-নিষেধ মত জীবন যাপন করা।
২. মহব্বতের সাথে কুরআন পড়া কুরআনের দাবি ও শিক্ষা অনুযায়ী জীবন গঠন করা।
৩. নিজের জীবন ও চরিত্রকে পরিশুদ্ধ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সক্রিয় ও সচেতন থাকা।
৪. আল্লাহর নিষিদ্ধ কাজ বর্জন করা এবং আদিষ্ট কাজগুলো আমল করা এবং ত্যাগ ও ধৈর্য্যরে গুণ অর্জন করা।
৫. লোভ মোহ পরিহার করা এবং গরীব অসহায় মানুষের জন্য সহায়ক হওয়া এবং সাহায্য সহযোগিতা করা।
আল্লাহ আমাদেরকে ধৈর্য্যরে গুণ এবং রোজা রমজানের শিক্ষা অনুযায়ী জীবন ও চরিত্র গঠনের তাওফীক দান করুন। আমীন।