মনিষী / গুরুজনদের স্বরনীয় বানীঃ

Islamic World ............

বুদ্ধিমানেরা কোনোকিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে -হযরত আলী (রাঃ

আহাম্মকের কথার প্রতিবাদ করো না, করলে তুমিই আহাম্মক হয়ে যাবে
-হযরত আলী (রাঃ


 ‘‘যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারন তাদেরনাএর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি।’’
-আইনস্টাইন

 
সত্য একবার বলতে হয়; সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়; মিথ্যা বারবার বললে সত্য ৰলে মনে হয়।
মানুষের সর্বোৎকৃষ্ট শিক্ষকই হল মহৎ ব্যক্তিদের আত্নজীবনী বাণী ওরসন স্কোরার ফাউলার
 
যারা বলে অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়।- জন সার্কল
 
প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক”- আব্রাহাম লিংকন।
 
আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা।
- মাইকেল জর্ডান

 
সত্যকে ভালবাস, কিন্তু ভুলকে ক্ষমা কর।-ভলতেয়ার
 
আমি স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নে আস্থা ছিল। আর আমি কাজটা ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকত। জীবনে একটা স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালোও বাসতে হয়।’— মার্ক জুকারবার্গ
 
 যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না।
-জন এন্ডারসন

 
এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না , যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে””
-আইনস্টাইন


  নতুন দিনই নতুন চাহিদা নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়
- জন লিভেগেট


 যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই
-উইলিয়াম ল্যাংলয়েড

                        
বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর
অবিশ্বাস জীবনকে দুর্বিসহ করে তোলে
- মিল্টন


একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না
-জর্জ লিললো


দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই।অ্যারিস্টটল

কোনো রাত এত বড় না যে, দিন তার শেষে আসবে না।
যে কোন সঙ্কটকে বিপদ না ভেবে নতুন চ্যালেঞ্জ হিসেবে নিন।


তুমি যদি কোনো লোককে জানতে চাও, তা হলে তাকে প্রথমে ভালবাসতে শেখো।।
লেনিন


যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে সর্বনিম্ন স্থান থেকে আরম্ভ কর -সাইরাস

শিয়ালের মতো একশো বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভাল -টিপু সুলতান

একটাই প্রশ্ন, যার কোনো উত্তর আজও আমি দিতে পারিনি। সেটা হচ্ছে, একজন নারী আসলে কী চায় ? সিগমুন্ড ফ্রয়েড

 বিয়েটাই একমাত্র বস্তু যেটাকে সব বেটাছেলে এড়াতে চায় আর সব মেয়েছেলে আগ্রহ সহকারে ঘটাতে চায় -ওয়াইড

যে ব্যক্তি গরীব দুঃখীর আর্তনাদ শুনে কান বন্ধ করে রাখে, সেও একদিন আর্তনাদ করবে কিন্তু কেউ শুনবেনা -হযরত সোলায়মান (রাঃ)

অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হবে -গোল্ড স্মিথ

 যে ইচ্ছাপূর্বক বন্ধুকে ঠকায়, সে তার খোদাকেও ঠকাতে পারে -লাভাটাব

 অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হবে -গোল্ড স্মিথ

যারা বন্ধুদের অপমান করে, বন্ধুদের অপমানিত হতে দেখে কাপুরুষের মতো নীরব থাকে তাদের সঙ্গে সংসর্গ করো না সিনেকা

অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় শেক্সপিয়র

অর্থ যেখানে নাই ভালোবাসা সেখানে দুর্লভ -স্যার টমাস ব্রাউন

কারো অতীত জেনোনা, বর্তমানকে জানো এবং সে জানাই যথার্থ -এডিসন


শিক্ষামূলক সকল তথ্য পেতে ঘুরে আসুন Education information

http://islamictrace.blogspot.com/p/blog-page_25.html


 

Share this :

Previous
Next Post »