ইসলামের কালেমা সমূহ-
কালেমা-ই-আস্তাগফের
আরবি
اسْتَغْفِرُ
اللّهَ رَبِّىْ مِنْ كُلِّ ذَنْبٍ اَذْنَبْتُه عَمَدًا اَوْ خَطَاً سِرًّا اَوْ
عَلَانِيَةً وَاَتُوْبُ اِلَيْهِ مِنْ الذَّنْبِ الَّذِىْ اَعْلَمُ وَ مِنْ
الذَّنْبِ الَّذِىْ لا اَعْلَمُ اِنَّكَ اَنْتَ عَلَّامُ الغُيُبِ وَ سَتَّارُ
الْعُيُوْبِ و َغَفَّارُ الذُّنُوْبِ وَ لا حَوْلَ وَلا قُوَّةَ اِلَّا بِاللّهِ
الْعَلِىِّ العَظِيْم'
প্রতিবর্ণীকরণ
/ বাংলা উচ্চারণ
আস্তাগফিরুল্লাহা রাব্বি
মিন
কুল্লি
জামবি
আয
নাবতুহু আমাদান
আওখাতাআন সিররান
আওয়ালা নিয়াতান ওয়াতুবু ইলাইহি
মিনাযযামবিল্লাজি ওয়ামিনাযযামবিল্লাজি লা
আলামু
ইন্নাকা আনতা
আল্লামুল গুয়ুবী ওয়া
সাত্তারুল উইয়ুবী ওয়া
গাফফারুজজুনুবি ওয়ালা
হাওলা
ওয়ালা
কুয়াতা ইল্লা
বিল্লাহিল আলিউল
আযীম।
ইংরেজী
অনুবাদ
I
seek forgiveness from God, my Lord, from every sin I committed knowingly or
unknowingly, secretly or openly, and I turn towards Him from the sin that I
know and from the sin that I do not know. Certainly You, You (are) the knower
of the hidden things and the Concealer (of) the mistakes and the Forgiver (of)
the sins. And (there is) no power and no strength except from God, the Most
High, the Most Great
বাংলা অনুবাদ
আমি আল্লাহ্র
কাছে
ক্ষমা
চাই
সকল
পাপ
থেকে,
যা
আমি
সংঘটিত
করেছি
আমার
জ্ঞাতসারে অথবা
অজ্ঞাতসারে, গোপনে
বা
প্রকাশ্যে এবং
আমি
আমার
পালনকর্তার আশ্রয়
চাই
সেই
পাপ
থেকে,
যে
পাপ
আমি
জানি
এবং
যে
পাপ
আমি
জানিনা। অবশ্যই
আপনি
লুকানো
এবং
গোপন
(ভুল)
পাপ
সম্পর্কে জানেন
এবং
ক্ষমাশীল। আল্লাহ্ ছাড়া
কোন
শক্তি
নেই,
কোন
ক্ষমতা
নেই,
তিনি
সম্মানিত, তিনি
মহান।