নিম্নে বর্ণিত সম্পদের যাকাত দিতে হবে না।
০১) ব্যবসার দোকান ঘরের যাকাত দিতে হবে না।
০২) বসতবাড়ীর জন্য কেনা এমন অকৃষি জমি/প্লটের যাকাত দিতে হবে না।
০৩) ব্যবসায় ব্যবহৃত কারখানা বা দালানের যাকাত দিতে হবে না।
০৪) বসতবাড়ী/ দালান/ফাটের যাকাত দিতে হবে না।
০৫) ব্যবহারের পোষাকের যাকাত দিতে হবে না।
০৬) ঘরের তৈজসপত্র, দোকানের আসবাবপত্রের যাকাত দিতে হবে না।
০৭) গৃহপালিত পশু, পাখির যাকাত দিতে হবে না।
০৮) ব্যবসার জন্য পালিত এক বৎসরের কম বয়সের পশুর যাকাত দিতে হবে না।
০৯) অফিস বা গৃহের ব্যবহৃত প্রয়োজনীয় যন্ত্রপাতির যাকাত দিতে হবে না, যেমন
আসবাবপত্র, টিভি, ফ্রিজ, খাট, ফ্যান, এসি, ক¤িপউটার, ফোন,ফ্যাক্স ইত্যাদি।
১০) যুদ্ধে ব্যবহৃত অস্ত্র -শস্ত্রের যাকাত দিতে হবে না।
১১) পচনশীল কৃষিজাত দ্রব্যের যাকাত দিতে হবে না।
১২) বৎসরের মাঝে অর্জিত বা ব্যয়িত সম্পদের যাকাত দিতে হবে না।
১৩) নিজ ব্যবহৃত সকল ধরনের যানবাহনের যাকাত দিতে হবে না যেমন কার, জীপ,
রিকসা, মটর সাইকেল, ঘোড়া বা অন্যান্য বাহন।
১৪) মুনিমুক্তা, লোহিতবর্ন প্রস্তর, শ্বেতপাথর এবং সমুদ্রের আহরিত দ্রব্যাদির যাকাত দিতে
হবে না।
১৫) চাকুরিজীবীর অফিসে বা সরকারী ফান্ডে সঞ্চিত তার সকল অর্থ হস্তগত হবার পূর্বে
যাকাত দিতে হবে না।
১৬) সাংসারিক প্রয়োজনে গৃহীত ঋন বা বাকীর অর্থ নিসাব পরিমান হলেও দাতা বা
গ্রহিতাকে যাকাত দিতে হবে না।
১৭) যে সকল পশু কৃষিকাজ বা বাহনের কাজ বা সাংসারিক অন্যান্য কাজে ব্যবহৃত হয়
তার সংখ্যা যতই হক সে সকল পশুর যাকাত দিতে হবে না।
১৮) ডেইরি ফার্মের দুধ উৎপাদনের পশু এবং পোল্ট্রি ফার্মের ডিম উৎপাদনের জন্য হাঁস
মুরগির সংখ্যা যতই হোক না কেন তার যাকাত দিতে হবে না। উৎপাদিত পন্যের
যাকাত দিতে হবে।
১৯) জনকল্যানমুলক কাজে ওয়াকফ্ কৃত সম্পদের যাকাত দিতে হবে না যেমনঃ মসজিদ,
মাদ্রাসা, এতিমখানা, হাসপাতাল।
২০) হারাম মাল নিসাব পরিমান হলেও যাকাত দিতে হবে না।
২১) পারিবারিক খাবারের জন্য অথবা রেনু/পোনা উৎপাদনের জন্য চাষকৃত মাছের যাকাত
দিতে হবে না।
২২) নিজ ব্যবহৃত বীজের জন্য রতি ফসলের যাকাত দিতে হবে না।
২৩) শিল্পির বা কারিগরের যন্ত্রপাতির যাকাত দিতে হবে না।
২৪) মিলকারখানার মেশিন যন্ত্রপাতি ইত্যাদির যাকাত দিতে হবে না।
২৫) বশত বাড়ীর আঙ্গিনায় উৎপাদিত ফল, তরকারী, শাক-সব্জির যাকাত দিতে হবে না।
২৬) অভিভাবকহীন এতিম বা নাবালকের বিভিন্ন সঞ্চয় বা সম্পদের যাকাত দিতে হবে না।
যাকাত সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।