ইসলামের কালেমা সমূহ- কালেমায়ে তামজীদ
তৃতীয় কালেমা
হচ্ছে
কালেমায়ে তামজীদ এর
অর্থ
হল
শ্রেষ্ঠত্ববাদ বাক্য।
আরবি
سُبْحَان
لِلّه وَ الْحَمْدُ لِلّهِ وَ لآ اِلهَ اِلّا اللّهُ، وَ اللّهُ اَكْبَرُ وَلا
حَوْلَ وَلاَ قُوَّة ِلَّا بِاللّهِ الْعَلِىّ الْعَظِيْم
প্রতিবর্ণীকরণ
/ বাংলা উচ্চারণ
সুবহানআল্লাহী ওয়ালহামদু লিল্লাহী ওয়ালা
ইলাহা
ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার,
ওয়ালা
হাওলা
ওয়ালা
কুয়াতা ইল্লা
বিল্লাহিল আলিইল
আযীম।
ইংরেজী
অনুবাদ
Exalted
is Allah, and praise be to Allah, and there is no deity except Allah, and Allah
is the Greatest. And there is no might nor power except in Allah, the Most
High, the Most Great.
বাংলা অনুবাদ
মহিমান্বিত আল্লাহ্র,
সমস্ত
প্রশংসা আল্লাহ্র।
আল্লাহ্ ছাড়া
কোন
মাবুদ
নাই।
আল্লাহ্ মহান।
সমস্ত
পবিত্রতা আল্লাহ্র,
সকল
প্রশংসা আল্লাহ্র।
আল্লাহ্ ছাড়া
কোন
শক্তি
নাই,
কোন
ক্ষমতা
নাই,
তিনি
সম্মানিত, তিনি
মহান।