ইসলাম সহ বিভিন্ন ধর্মেই সমাজের বিভিন্ন স্তরে সেবা, সাহায্য,দান, ইত্যাদির তাগিদ রয়েছে। ইসলামে দান, খয়রাত, ফেতরা, সাদকা, কাফ্ফারা ইত্যাদি নামেও আর্থিক সাহায্যের ব্যবস্থা রয়েছে। এ সব ছাড়াও যাকাতকে ইসলামের বাধ্যতামুলক আর্থিক ইবাদত মালদারের জন্য ঘোষনা করা হয়েছে।
যাকাত ও দান
১) উৎপাদনশীল সম্পদের যাকাত দিতে হয় ১) যে কোন সম্পদ থেকে দান করা যায়
২) নির্ধারিত আটটি খাতে যাকাত দিতে হয় ২) দাতার ইচ্ছামত দান করা যায়
৩) মালদারকে যাকাত আদায় করতে হয় ৩) দান যে কেউ করতে পারে
৪) যাকাতের নিয়ৎ করতে হয় ৪) দানের নিয়ৎ প্রয়োজন নাই
৫) যাকাত ধনীর মালে গরীবের হক ৫) দান ব্যক্তির ইচ্ছাধীন
৬) ইসলামী রাষ্ট্রে যাকাত আদায় সরকারী
দায়িত্ব ৬) দানে সরকারী কতৃত্ব নাই
৭) যাকাতের নির্দিষ্ট সময় ও পরিমান
নির্ধারিত ৭) দানে ইহা প্রযোজ্য নয়
০৬। যাকাত ও করের মধ্যে পার্থক্যঃ
যাকাত কর বা ট্যাক্স নয়, ইহা উচুঁমানের ইবাদত। নবীকরীম (সাঃ) রাষ্ট্র পরিচালনার প্রয়োজনে এ ব্যবস্থার প্রচলন করেন নাই। আল্লাহ্পাক পবিত্র কোরআনে বহুবার যাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন।
যাকাত কর/ট্যাক্স
১) যাকাত ইসলামের ফরজ আইন ১) কর সরকারী আইন
২) যাকাত মুসলমানের ধর্মীয় কর, যাহা
ঈমানী ও আর্থিক ইবাদত ২)ট্যাক্স, খাজনা রাষ্ট্রীয় কর ধর্মীয়
ইবাদত নহে
৩) যাকাত আল্লাহ্ পাক কর্তৃক নির্ধারিত এবং
পরিবর্তনশীল নয় ৩) কর রাষ্ট্র কর্তৃক নির্ধারিত, প্রয়োজনে
পরিবর্তনশীল
৪) যাকাত শুধুমাত্র মুসলমান মালদার
নাগরিকের জন্য প্রযোজ্য ৪) রাষ্ট্রের সকল নাগরিকের জন্য
প্রযোজ্য
৫) যাকাতের অর্থ আল্লাহ্র নির্দেশিত ও নির্ধারিত খাতে ব্যয় করতে হয় ৫) কর সরকারের ইচ্ছামত বিভিন্ন খাতে খরচ হয়
৬) যাকাতের অর্থ নির্ধারিত শুধু আট খাতের
নাগরিক উপকার পায় ৬) কর সকল নাগরিকের উপকার তথা সেবা দেবার জন্য আদায় করা হয়
৭) যাকাত ধার্য্য হয় মালদারের বৎসরের
প্রয়োজনীয় খরচ বাদে অতিরিক্ত
সম্পদের উপর ৭) কর ধার্য হয় বাৎসরিক আয়ের
উপর। সাংসারিক খরচ যাই হোক
৮) উশর (যাকাত) কৃষকের কৃষিজাত দ্রব্যের
উৎপন্ন ফসলের উপর নির্ধারিত ৮)কর কৃষকের ফসল হোক বা না হোক জমির উপর বাৎসরিক কর দিতেই হয়
৯) যাকাত ধর্মীয় আইন, মালদার মুসলমান
ইহাতে গাফলতী করতে পারে না ৯) কর নাগরিক আবেদন করে মওকুফ করতে পারে
(১০) যাকাত সম্পদের পূর্ণ এক চন্দ্র বছর
মালিকানা থাকার পর দিতে হয় (১০)কর বাংলা বা ইংরাজী আর্থিক বৎসরে সরকারী ভাবে সম্পদের কর নির্ধারিত হয়।
যাকাত সম্পর্কে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।