ইসলামের কালেমা সমূহঃ কালেমায়ে শাহাদাত



কালেমায়ে শাহাদাত
দ্বিতীয় কালেমা হচ্ছে কালেমায়ে শাহাদাত এর অর্থ হল সাহ্ম্য বাক্য।

আরবি
اشْهَدُ انْ لّآ اِلهَ اِلَّا اللّهُ وَحْدَه لَا شَرِيْكَ لَه، وَ اَشْهَدُ اَنَّ مُحَمَّدً اعَبْدُه وَرَسُولُه

প্রতিবর্ণীকরণ / বাংলা উচ্চারণ
আশ্হাদু আল-লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহু-লা-শারীকালাহু ওয়া আশ্হাদু আন্না মুহাম্মাদান 'বদুহু ওয়া রাসূলুহু

ইংরেজী অনুবাদ
I bear witness that (there is) no God except Allah; He has no partner, and I bear witness that Muhammad (Sall-Allahu Alayhi wa Sallam) is His Servant and Messenger.

অনুবাদ
আমি সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ্ছাড়া কোন উপাস্য নাই। তিনি এক, অদ্বিতীয় এবং আরও সাক্ষ্য দিতেছি যে, মুহাম্মাদ (সাঃ) তাঁহার বান্দা প্রেরিত রাসুল

Share this :

Previous
Next Post »