নিম্নে উল্যেখিত শর্ত যে সকল ব্যাক্তির মধ্যে বিদ্যমান থাকবে তাকে যাকাত দিতে হবে।
১) যাকাত দাতাকে মূসলমান হতে হবে।
২) প্রাপ্ত বয়স্ক, সুস্থ্য ও বিবেক বুদ্ধি সম্পন্ন হতে হবে।
৩) নিসাব পরিমান মাল বৎসরের সকল মৌলিক প্রয়োজনের পর অতিরিক্ত থাকতে হবে।
৪) যদি একক ভাবে কোন পন্য বা দ্রব্যের মূল্য নিসাব পরিমান না হয় কিন্তু ব্যক্তির
সবগুলো সম্পদ মিলে একত্রে সাড়ে ৫২ তোলা বা প্রায় ৬১৩ গ্রাম রুপ্য
মূল্যের সমান হয় তবে ঐ ব্যক্তির নিসাব পূর্ণ হবে। অর্থাৎ যাকাত দিতে হবে।
৫) এতিম, পাগল বা নাবালকের পে কেহ অভিভাবক নিযুক্ত থাকলে তাকে যাকাত
দিতে হবে।
৬) সাংসারিক প্রয়োজনে গৃহিত ঋন কর্তনের পর নিসাব পরিমান সম্পদ থাকলে যাকাত
দিতে হবে।
৭) স্বামী-স্ত্রীর সম্পদ একই পরিবারের গন্য হলেও মালিকানা ভিন্নহেতু পৃথকভাবে নিজ নিজ
সম্পদের যাকাত দিতে হবে।
৮) নির্ধারিত যাকাত পরিশোধের পূর্বেই সম্পদের মালিক মারা গেলে যাকাত পরিশোধের
পর ওয়ারিশগন মালিক বলে গন্য হবে।
০৮। যাকাতের নিসাব কাকে বলেঃ
নিসাব বলা হয় শরিয়তের নির্ধারিত আর্থিক নিম্নতম সীমা বা পরিমানকে অর্থাৎ যে পরিমান সম্পদ-মাল-অর্থ কোন ব্যক্তির সাংসারিক সকল মৌলিক প্রয়োজন মিটানোর পর বছর শেষে নির্দিষ্ট তারিখে ঐ ব্যক্তির মালিকানায় থাকলে যাকাত প্রদান করতে হয় তাকে ইসলামী পরিভাষায় নিসাব বলে। বিভিন্ন মালের নিসাব বিভিন্ন।
যাকাত সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।
১) যাকাত দাতাকে মূসলমান হতে হবে।
২) প্রাপ্ত বয়স্ক, সুস্থ্য ও বিবেক বুদ্ধি সম্পন্ন হতে হবে।
৩) নিসাব পরিমান মাল বৎসরের সকল মৌলিক প্রয়োজনের পর অতিরিক্ত থাকতে হবে।
৪) যদি একক ভাবে কোন পন্য বা দ্রব্যের মূল্য নিসাব পরিমান না হয় কিন্তু ব্যক্তির
সবগুলো সম্পদ মিলে একত্রে সাড়ে ৫২ তোলা বা প্রায় ৬১৩ গ্রাম রুপ্য
মূল্যের সমান হয় তবে ঐ ব্যক্তির নিসাব পূর্ণ হবে। অর্থাৎ যাকাত দিতে হবে।
৫) এতিম, পাগল বা নাবালকের পে কেহ অভিভাবক নিযুক্ত থাকলে তাকে যাকাত
দিতে হবে।
৬) সাংসারিক প্রয়োজনে গৃহিত ঋন কর্তনের পর নিসাব পরিমান সম্পদ থাকলে যাকাত
দিতে হবে।
৭) স্বামী-স্ত্রীর সম্পদ একই পরিবারের গন্য হলেও মালিকানা ভিন্নহেতু পৃথকভাবে নিজ নিজ
সম্পদের যাকাত দিতে হবে।
৮) নির্ধারিত যাকাত পরিশোধের পূর্বেই সম্পদের মালিক মারা গেলে যাকাত পরিশোধের
পর ওয়ারিশগন মালিক বলে গন্য হবে।
০৮। যাকাতের নিসাব কাকে বলেঃ
নিসাব বলা হয় শরিয়তের নির্ধারিত আর্থিক নিম্নতম সীমা বা পরিমানকে অর্থাৎ যে পরিমান সম্পদ-মাল-অর্থ কোন ব্যক্তির সাংসারিক সকল মৌলিক প্রয়োজন মিটানোর পর বছর শেষে নির্দিষ্ট তারিখে ঐ ব্যক্তির মালিকানায় থাকলে যাকাত প্রদান করতে হয় তাকে ইসলামী পরিভাষায় নিসাব বলে। বিভিন্ন মালের নিসাব বিভিন্ন।
যাকাত সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।