বাড়ী থেকে বের হওয়ার সময় দোআ:
"بِسْمِ اللهِ، تَوَكَّلْتُ عَلَى اللهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ"
“বিসমিল্লাহি তাআওাক্কালতু ‘আলাল্লাহী ওয়া লা হাওলা ওয়া লা কুউওয়াতা
ইল্লাবিল্লাহ”
অর্থঃ আল্লাহর নাম নিয়ে তাঁরই উপর ভরসা করে বের হলাম। আল্লাহর
অনুগ্রহ ব্যতীত প্রকৃত পক্ষে কোন শক্তি সামর্থ্য নেই।[আবু দাউদ ৪/২৩৫,
সহীহ আত-তিরমিযী ৩/১৫১]
" أَزِلَّ، أَوْ أُزَلَّ، أَوْ أَظْلِمَ، أَوْ أُظْلَمَ، أَوْ
أَجْهَلَ، أَوْ يُجْهَلَ عَلَيَّ الَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ
أَضِلَّ، أّوْ أُضَلَّ، أَو
“আল্লাহুম্মা ইন্নী আ‘উযুবিকা আন আদিল্লা, আও উদাল্লা, আও আজিল্লা, আও
উজাল্লা, আও আযলিমা, আও উযলামা, আও আজহালা, আও ইউজহালা ‘আলাইয়্যা”অর্থঃ হে
আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি অন্যকে পথভ্রষ্ট করতে অথবা
কারও দ্বারা আমি পথভ্রষ্ট হতে, আমি অন্যকে পদস্খলন করাতে বা আন্যর দ্বারা
পদস্খলিত হতে, আমি অন্যকে নির্যাতন করতে বা অন্যের দ্বারা নির্যাতিত হতে
এবং আমি অন্যকে অবজ্ঞা করতে বা নিজে অপরের দ্বারা অবজ্ঞা হওয়া থেকে। [সহীহ
আত-তিরমিযী ৩/১৫২; সহীহ ইবনে মাযাহ ২/৩৩৬]
ঘরে প্রবেশ কালে দু’আ :
১) "بِسْمِ اللهِ وَلَجْنَا، وَ بِسْمِ اللهِ خَرَجْنَا، وَعَلَى رَبِّنَا تَوَكَّلْنَا"
“বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়া বিসমিল্লাহি খরাজনা, ওয়া ‘আলা রব্বানা
তাওাক্কালনা”
অর্থঃ আল্লাহর নামে আমরা প্রবেশ করি, আল্লাহর নামেই আমরা বের
হই এবং আমাদের রব আল্লাহর উপরই আমরা ভরসা করি। (তারপর পরিবারবর্গকে সালাম
বলবে)[আবু দাউদঃ ৪/৩২৫]
দৈনিক আমরা বহু বার শৌচাগার ব্যাবহার করছি কিন্তু আমরা যদি সঠিক পদ্ধতিতে
এবং নবীজির (সাঃ) সুন্নাতকে অনুসরণ করি তবে অসংখ্য সওয়াবের ভাগীদার হতে
পারবো ইনশাআল্লাহ । আপনি প্রবেশকালে বাম পা এবং বাহির হবার কালে ডান পা প্রথমে রাখবেন-
শৌচাগারে প্রবেশের পূর্বের দোআ :
بِسْمِ الله ) اللّهُـمَّ إِنِّـي أَعـوذُ بِـكَ مِـنَ الْخُـبْثِ وَالْخَبائِث)
(বিসমিল্লাহ) আল্লাহুম্মা ইন্না আউযুবীকা মিনাল খুবছে অয়াল খাবাইছ
অর্থ : আল্লাহ তা‘আলার নামে, হে আল্লাহ! আমি আপনার নিকট ক্ষতিকারক নর ও নারী জ্বিন, শয়তান হতে আশ্রয় প্রার্থনা করছি।
(তিরমিযী, ১ : ১৩২/ বুখারী, ১ : ২৬)
শৌচাগার থেকে বের হওয়ার পরের দোয়া
غُفْـرانَك
গুফরানাক
অর্থ : হে আল্লাহ! আমি আপনার নিকট ক্ষমা চাচ্ছি।