অহংকার পতনের মূল

মানুষের অহঙ্কার কখনই চিরস্থায়ী নয় । সেরকম একটা ঘটনা দেখলে বুঝতে পারবেন। এক যুবক নতুন বিয়ে করল। বিয়ের প্রথম দিনই স্বামী স্ত্রী যখন খেতে বসল। এমন সময় এক ভিক্ষুক হাজির হল। ভিক্ষুকটি খুব ক্ষুধার্ত ছিল এবং কিছু খাবার চাইল। স্বামী খুব রাগান্বিত হলো এবং ভিক্ষুকটিকে অকথ্য ভাষায় গালমন্দ অপমান করে তাড়িয়ে দিল।
অসহায় ভিক্ষুক চলে গেল। কিছুদিন পর স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হল। এক পর্যায়ে তাদের সংসার ভেঙ্গে গেল। স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিল। স্ত্রী বাপের বাড়ি চলে গেল
কয়েক বছর পর মেয়ের বাবা অন্য এক জায়গায় মেয়ের বিয়ে দিল। নতুন স্বামীর সাথে শুরু হল তার জীবন। মেয়েটির দ্বিতীয় স্বামী প্রথমটির চেয়ে অনেক ধনী ছিল।
একদিন স্বামী স্ত্রী খেতে বসল। ইতিমধ্যে একজন ভিক্ষুক আসল। স্বামী স্ত্রীকে বলল ভিক্ষুককে ভিক্ষা দিয়ে আসো আমরা এখন হয় পরে খেতে পাবো কিন্তু সে পাবে কোথায়? যখন স্ত্রী ভিক্ষা দিতে গেল তখন সে অবাক হয়ে গেল!
কারণ ভিক্ষুকটি ছিল তার প্রথম স্বামী। মেয়েটি চোখের পানি রাখতে পারল না। মেয়েটি তার দ্বিতীয় স্বামীকে বলল আমি আপনাকে এক আশ্চর্য ঘটনা শুনাবো। তারপর মেয়েটি তার প্রথম স্বামীর সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলে দিল
তখন দ্বিতীয় স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে বলল আমি তোমাকে এর চাইতেও আশ্চর্য ঘটনা শুনাবো। তুমি হয়ত শুনে অবাক হবে যে, দিন তোমরা যে অসহায় ভিক্ষুককে তাড়িয়ে দিয়েছিলে সেই অসহায় লোকটি আমি। যিনি আজ তোমার ধনী স্বামী।
উপদেশ: গরীব মুহূর্তের মধ্যেই ধনী এবং ধনী মুহূর্তের মধ্যেই গরিব হতে পারে। তাই কখনো বাড়ি-গাড়ি,টাকা- কড়ি নিয়ে অহংকার করা উচিত নয়। অহংকার পতনের মূল
আললাহ না করুন এই রকম খারাপ কাজ জেন আমাদের দারা না হয় আমরা না খেয়ে যেন মানুষ কে খাওয়াতে পারি সেই তৌফিক দান কর

Share this :

Previous
Next Post »