বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে অন্তর্ভুক্তির বিধানের বিরুদ্ধে ২৮ বছর আগে যে রিট আবেদন করা হয়েছিল সেটি আজ খারিজ করে দিয়েছে আদালত।

বিচারপতি নাঈমা হায়দার, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো: আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।
রাষ্ট্রধর্ম ইস্যুতে এই রিট আবেদনের শুনানির প্রেক্ষাপটে আজ সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী।
এর আগে বাংলাদেশের কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম - এই রিট আবেদনের বিরুদ্ধে বিক্ষোভ করে। আর আজ তারা প্রধান বিচারপতি বরাবর স্মারকলিপি দিয়েছে।
জেনারেল এরশাদের আমলে ১৯৮৮ সালে অষ্টম সংশোধনীর মাধ্যমে সংবিধানে পরিবর্তন এনে ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয়।
তবে এর বিরুদ্ধে ১৯৮৮ সালেই এক রিট আবেদন করা হয়, যাতে আবেদনকারীরা বলেছিলেন, এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। সেই আবেদনের ভিত্তিতে কারণ দর্শানোর নোটিশ জারি হলেও কোন শুনানি হয়নি।

Share this :

Previous
Next Post »