- সঠিক ইলম থেকে বঞ্চিত হয়।
- রিযিক কমে যায়।
- আল্লাহ তায়ালার সাথে দূরত্ব সৃষ্টি হয়।
- ভাল ও নেককার লোকদের সাথে দূরত্ব সৃষ্টি হয়।
- অধিকাংশ কাজে মুশকিলে পড়তে হয়।
- আত্মার পরিচ্ছন্নতা দূর হয়ে ময়লা জমে যায়।
- অন্তরে এবং শরীরে বিভিন্ন সময় দুর্বলতা সৃষ্টি হয়।
- ইবাদত থেকে বঞ্চিত হতে হয়।
- বয়স মে যায়।
- আল্লাহ তায়লার নিকট অপদস্ত হয়ে যাওয়া।
- গুনাহর দরুন অন্য মানুষের কষ্ট হয় এবং মানুষ তার উপর লানত করে।
- জ্ঞান-বুদ্ধি কমে যায়।
- রাসূল সা: এর পক্ষ থেকে তার উপর লানত হয়।
- ফেরেশতাদ্বয় তার জন্য দুয়া ছেড়ে দেয়।
- ফসলাদি কমে যায়।
- লজ্জা শরম কমে যায়।
- আল্লাহ তায়লার বড়ত্ব ও মহত্ব অন্তর থেকে চলে যায়।
- নিয়ামতসমূহ দিন দিন কমে যায়।
- বালা মুসীবত একের পর এক আসতেই থাকে।
- তার উপর শয়তান নির্ধারিত হয়ে যায়।
- দিল সর্বদা পেরেশান থাকে।
- মৃত্যুর সময় মুখ দিয়ে কালেমা বের হয় না।
- আল্লাহ তায়ালার রহমত থেকে নৈরাশ হয়ে যাওয়া এবং এ কারণে তওবা ছাড়া মৃত্যুবরণ করে থাকে।
truespeech.blogspot.com
আমি সাধারণ একজন মানুষ। আমি পছন্দ করি অন্যের কাছ থেকে কিছু শিখতে। আইটি নিয়ে ঘাটাঘাটি করতে ভালো লাগে।
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »