ভূমিকা: মানবসভ্যতার ক্রমবিকাশের বিভিন্ন পর্যায়ে পৃথিবীর বিভিন্ন
অঞ্চলের দার্শনিক, চিন্তাবিদ মানুষের সমাজরেজীবন সম্পর্কে চিন্তাভাবনা
করেছেন। একেকজন একেক দৃষ্টিতে সমাজ ও সমাজবদ্ধ মানুষের বিভিন্ন সমস্যা তথা
জীবনযাপন পদ্ধতি আলোচনা করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সমাজবিজ্ঞানী
অগাস্ট কোঁৎ।
অগাস্ট কোঁৎ এর পরিচয়: ফরাসি দার্শনিক, চিন্তাবিদ ও সমাজবিজ্ঞানী
অগাস্ট কোঁৎ ১৭৯৮ সালে ফ্রান্সের মন্টপেলিয়ারে জন্মগ্রহণ করেন। তাঁর জীবন
পরিধি বিস্তৃত না হলেও চিন্তাজগতে এ মনীষীর মৌলিক অবদান অনস্বীকার্য।
অগাস্ট কোঁৎ ই সর্বপ্রথম সমাজবিজ্ঞান সম্পর্কীয় বিক্ষিপ্ত চিন্তা, দর্শন ও
তত্ত্বসমূহ একটি বিশেষ বিজ্ঞানের অধীনে এনে সামাজিক বিজ্ঞানের ভিত্তি ও
দৃষ্টিকোণ তৈরি করেছেন। সমাজবিজ্ঞানের ভূমিকা ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে
তিনি বিজ্ঞানের একটি রূপরেখা তৈরির চেষ্টা করেছেন। তিনিই প্রথম দেখান যে,
Associational facts বা সামাজিক প্রপঞ্চগুলো এমন একটি বিষয়বস্তু তৈরি করে,
যা অন্যান্য বিজ্ঞানের প্রপঞ্চ থেকে আলাদা।
Ronald Fletcher এর মতে, It was August Comte who first achieved a systems
which clearly and firmly laid the foundation of the new science. It was
Comte who coined.
উপসংহার: কোঁৎ মূলত সেইন্ট সাইমন কর্তৃক প্রভাবিত হয়েছিলেন। তিনি সাইমনের সমাজ পুনর্গঠন, সমাজে স্থিতি ও প্রগতি সম্পর্কিত চিন্তা ও দর্শনের বিকাশ ঘটান। সাইমন দ্বারা প্রভাবিত হলেও তার মূল পরিচয় সমাজবিজ্ঞানী হিসেবে এতটাই প্রবল যে, সমাজবিজ্ঞান এবং অগাস্ট কোঁৎ যেন একই মুদ্রার দুই পিঠ।
আমার ফেসবোক: ক্লিক করুন
উপসংহার: কোঁৎ মূলত সেইন্ট সাইমন কর্তৃক প্রভাবিত হয়েছিলেন। তিনি সাইমনের সমাজ পুনর্গঠন, সমাজে স্থিতি ও প্রগতি সম্পর্কিত চিন্তা ও দর্শনের বিকাশ ঘটান। সাইমন দ্বারা প্রভাবিত হলেও তার মূল পরিচয় সমাজবিজ্ঞানী হিসেবে এতটাই প্রবল যে, সমাজবিজ্ঞান এবং অগাস্ট কোঁৎ যেন একই মুদ্রার দুই পিঠ।
আমার ফেসবোক: ক্লিক করুন