অযুভঙ্গের কারণ


অযুভঙ্গের কারণ ছয়টি, যথা-
১। পেশাব-পায়খানার রাস্তা দিয়ে কোন কিছু বাহির হওয়া।
২। রক্ত, পূঁজ বের হয়ে স্থান হতে গড়িয়ে পড়া।
৩। মুখ ভরে বমি হওয়া। ( অল্প বমি অযুভঙ্গের কারণ নয়। আর বেশী অর্থ এই পরিমাণ যা মুখের ভিতর ধদরে রাখা সম্ভব নয়।
৪। পূর্ণ শিথিল শরীরে ঘুমিয়ে পড়া। যেমন চিত হয়ে, কাত হয়ে, এক নিতম্বের উপর বসে এবং কোন কিছুতে এমনভাবে হেলান দিয়ে ঘোমানো যে, তা সরালে পড়ে যাবে।
৫। বেহুঁশ হওয়া, পাগল হওয়া এবং মাতাল হওয়া।
৬। নামাজের ভিতর শব্দ করিয়া হাসা।

Share this :

আমি সাধারণ একজন মানুষ। আমি পছন্দ করি অন্যের কাছ থেকে কিছু শিখতে। আইটি নিয়ে ঘাটাঘাটি করতে ভালো লাগে।

Previous
Next Post »